নিজস্ব প্রতিনিধি, হাওড়া : ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় শহিদ হন ভারতীয় সেনা জওয়ান বাবলু সাঁতরা। তাঁর মৃ্ত্যুর ২ বছর পর তাঁর গ্রামের বাড়ি হাওড়ার বাউরিয়ার চেঙ্গাইলে বসতে চলেছে আবক্ষমূর্তি। এমনকি তাঁর নামে রাস্তারও নামকরণ করা হতে চলেছে।
পরিবারের সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সাঁতরা পরিবার। বাবলুকে স্মৃতিতে ধরে রাখতে সাঁতরা পরিবারের দাবি ছিল, এলাকায় তাঁদের ছেলের একটি আবক্ষমূর্তি উন্মোচন করা হোক ও ছেলের নামাঙ্কিত রাস্তার নাম হোক। সেই দাবি মত, রবিবার অর্থাৎ আগামিকাল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার ১১ ওয়ার্ডের বাউরিয়া চেঙ্গাইলে শহিদ জওয়ানের পাড়ার মাঠে বসতে চলেছে তাঁর আবক্ষমূর্তি। পাশাপাশি জওয়ানের পাড়ার রাস্তার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে শহিদ জওয়ান বাবলু সাঁতরা সরণী।
হাওড়া জেলা প্রশাসন ও উলুবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে নবনির্মিত আবক্ষমূর্তি ও রাস্তার নামকরণের প্রক্রিয়ার চলছে শেষ মুহুর্তের ব্যস্ততা। মূর্তি বসানোর পাশাপাশি মঞ্চ বাঁধার কাজের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামিকালের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। থাকবেন উলুবেড়িয়ার মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়, পৌর প্রশাসক অভয় দাস সহ অন্যান্যরা।