নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ
নিম্নচাপের টানা বৃষ্টির জেরে গ্রামীণ হাওড়ার নিম্ন দামোদর অববাহিকার তীরবর্তী এলাকায় কৃষি জমিতে জল জমে ক্ষতিগ্রস্থ ফসলের জমি।আজ সকাল থেকেই তার উপর ডিভিসির দূর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ২৯ হাজার কিউবেক জল ছাড়ার ফলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে হাওড়ার উদয়নারায়নপুর,আমতা,জয়পুর,বাগনান থানা সহ নিম্ন দামোদর অববাহিকার বহু অঞ্চল।

ইতিমধ্যে দামোদর,মুন্ডেশ্বরী ও রূপনারায়ন নদীর জলস্তর বৃদ্ধি হতে শুরু করেছে। পাশাপাশি উদয়নারায়নপুর,জয়পুর,আমতা এলাকায় নদী তীরবর্তী এলাকায় প্রশাসনের উদ্যোগে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সর্তক করার পাশাপাশি সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে।শনিবার উদয়নারায়নপুরে দামোদরের জল বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকায় আগাম সর্তকতা অবলম্বনে উদয়নারায়নপুর ব্লকের বিধায়ক,মহকুমাশাসক ও বিডিও,থানারআইসি,স্থানীয় পঞ্চায়েত প্রধানদের সাথে জরুরি বৈঠক করলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য।