করোনার আঁচ এবার খাস রাজভবনের হেঁশেল। অন্তর্বর্তী ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ চাওয়া হলেও অতিমারীর জেরে ব্যয় সঙ্কোচের কারণে তা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিল নবান্ন। রাজ্যপালের ‘হাউজহোল্ড’ বা গৃহস্থালি খাতে বরাদ্দ অর্থ কার্যত শেষ হয়ে গিয়েছে। সংসার খরচ সামলাতে নবান্নের কাছে তিনটি খাতে অতিরিক্ত ৫৩.৫ লক্ষ টাকা চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপালের সচিব সতীশ তেওয়ারি। তবে নবান্নের তরফে চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে, করোনা আবহে যেখানে ব্যয় সংকোচনের পথে হাঁটছে সরকার সেখানে কোনও দফতরকেই অতিরিক্ত বরাদ্দ করা সম্ভব হচ্ছে না। নবান্নের এই চিঠি পাওয়ার পর কার্যত মাথায় হাত রাজভবনের। ২০২০-২১ অর্থবর্ষে রাজভবনের জন্য ১৬.৫ কোটি টাকার বাজেট বরাদ্দ করে রাজ্য সরকার। তবে কোভিডের জেরে
অর্থ দফতর বেতন-পেনশন ছাড়া সব খাতের খরচ ৫০% ছাঁটাই করেছে।

বাদ যায়নি রাজভবনও। জানা গিয়েছে, রাজ্যপালের গৃহস্থালি পরিচালনা, বিনোদন এবং অন্যান্য চুক্তিভিত্তিক খাতে ব্যয়ের জন্য ৮৭,৬২,০০০ টাকা চেয়েছিল রাজভবন। ব্যয় সঙ্কোচের ফলে বরাদ্দ কমলেও ৩৪ লক্ষ টাকা পাওনা বলে নবান্নকে চিঠিতে উল্লেখ করা হলেও টাকা দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে নবান্নের তরফে। এ বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দাবি, বেশ কিছু মাস ধরেই রাজভবনের প্রতি নেতিবাচক আচরণ করা হচ্ছে।