0
0
Read Time:1 Minute, 4 Second
জনবহুল এলাকায় মদের দোকান খোলাকে কেন্দ্র করে উওপ্ত পূর্ব মেদিনীপুরের মারিশদার পাঁচবেড়িয়া এলাকা। স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় লাইসেন্সপ্রাপ্ত ওই মদের দোকান খোলায় পড়ুয়া থেকে মহিলাদের কটুক্তি করে মদ্যপরা। বারংবার দোকান মালিককে দোকান বন্ধের দাবি জানালেন কর্ণপাত করেনি মালিক। আর তাই বাধ্য হয়ে সোমবার দুপুরে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায়। তখনই মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করা ইটও ছাড়া হয় বলে অভিযোগ। বেশকিছু পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।