শুভেন্দুকে টেক্কা, তৃণমূলের পালটা সভায় মদন-ফিরহাদের হুঙ্কার। এম ভারত নিউজ

admin

গতকালই হাজরায় সভা করেছে গেরুয়া শিবির। আক্রমণ, কটাক্ষ শাসক দলকে।

0 0
Read Time:2 Minute, 25 Second

শুভেন্দু অধিকারির পর হাজরায় আজ পালটা সভা করা হল তৃণমূলের তরফ থেকে। এদিনের সভার প্রধান মুখ হলেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কুণাল ঘোষ ও মদন মিত্র সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের মঞ্চ থেকে লালন শেখের মৃত্যুর দায়িত্ব সিবিআইকে নিতে হবে এবং তাদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হবে বলে স্লোগান তোলেন মদন মিত্র। তিনি বলেন, ‘কার হেফাজতে ছিল লালন? সিবিআই কেন পুলিসি হেফাজতে রাখল না তাকে?’ পাশাপাশি ‘আমাদের চমকাবেন না। আমরা যেখানে যাব, চমকাইতলা তৈরি হয়ে যাবে’ বলে হুঙ্কারও দেন তিনি।

পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, ‘সিবিআই যা করল, সেই ব্যাপারে বিজেপিকে উত্তর দিতে হবে। আমরা আদালতকে ন্যায় বিচারের আর্জি জানাচ্ছি। সিবিআইয়ের কাজের সঠিক তদন্ত করা হোক। সিবিআইকে রাজনৈতিকভাবে প্রভাবিত করায় আজ লালন শেখের মৃত্যু হল।‘ স্বয়ং মুখ্যমন্ত্রী এখন মেঘালয় সফরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর সঙ্গে। তাদের ছাড়াই অন্যান্য নেতা মন্ত্রীরা এদিন হাজরায় মঞ্চ কাঁপালেন। এদিনের সভায় জনগণের ভিড়ও ছিল বেশ চোখে পড়ার মতো। গতকালই হাজরায় সভা করেছে গেরুয়া শিবির। আক্রমণ, কটাক্ষ করতে ছাড়েনি শাসক দলকে। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে বেশ ভালোই চলছে শাসক-বিরোধী যুদ্ধ, তাও আবার মুখ্যমন্ত্রীর গড়েই।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লালন কাণ্ডে নয়া মোড়, ঘটনাস্থলে ফরেন্সিক সহ CID। এম ভারত নিউজ

গরু পাচার মামলায় তদন্ত, দুই সিবিআই অফিসারের নামও উল্লেখ আছে সেখানে।

Subscribe US Now

error: Content Protected