Read Time:1 Minute, 24 Second
বিহার নির্বাচনের দিন টুইট করে মহাজোটকে ভোট দেওয়ার আবেদন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। টুইটের পরই রাহুল গান্ধীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। এ দিন সকালেই বিহারবাসীদের উদ্দেশে ‘মহাগঠবন্ধন’কে ভোট দেওয়ার আবেদন জানান রাহুল। টুইট করে তিনি বলেন, ‘চাকরি, ন্যায়, কৃষক-শ্রমিকদের স্বার্থে আপনারা মহাগঠবন্ধন-কে ভোট দিন।’ রাহুল আরও লেখেন, ‘বিহারের প্রথম দফার ভোটে আপনাদের সকলকে শুভেচ্ছা।’

এরপরই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে বিজেপি সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। চিঠি লিখে রাহুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছে তারা। বিহারে তিন দফার ভোটের প্রথম দফার ভোটগ্রহণ হয়ে গেল বুধবার। দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট হবে যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। ভোটের ফল প্রকাশিত হবে ১০ নভেম্বর।