রাজ্যে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ লোকাল ট্রেন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 37 Second

করোনা পরিস্থিতি মোকাবেলায় আজ রাজ্য সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মচারী এবং স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী। আগামী দিনে করোনা পরিস্থিতি মোকাবিলার ব্যাপারে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুসারে কী কী সুবিধা পাওয়া যাবে এবং কী কী সুবিধা পাওয়া যাবে না দেখে নিন এক নজরে;

১/ আগামীকাল থেকে রাজ্যের সমস্ত দিকের লোকাল ট্রেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হল।

২/ রাজ্য পরিবহন ব্যবস্থার কেবলমাত্র ৫০% পরিবহন সুবিধা পাবেন রাজ্যবাসী।

৩/ ৭মে মধ্যরাত্রি থেকে সমস্ত বিমান চলাচলের ক্ষেত্রে যাত্রীদের জন্য, বিমানে চাপার পূর্বে ৭২ ঘন্টা আগে rt-pcr নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।

৪/ রাজ্যে আঞ্চলিক রাজনৈতিক গোষ্ঠী ভিত্তিক এবং অন্য যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

৫/ সরকারি এবং বেসরকারি সংস্থান গুলির ক্ষেত্রে ৫০ শতাংশ কাজ work-from-home পদ্ধতিতেই করতে হবে।

৬/ টিকা দানের ক্ষেত্রে সর্বপ্রথম হকার ,সাংবাদিক এবং পরিবহন কর্মীদের গুরুত্বপূর্ণ তালিকায় নথিভুক্ত করা হয়েছে।

৭/ হোম ডেলিভারির মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাদ্যদ্রব্য দেওয়ার বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে।

৮/ মল,সিনেমা হল,রেস্টুরেন্ট,বার, ক্রীড়াঙ্গন,জিম,সুইমিং পুল,এই সমস্ত কিছুই পরবর্তী বিজ্ঞপ্তির আগে পর্যন্ত বন্ধ রাখা হবে।

৯/ রাজ্যবাসীর জন্য মাস্ক এবং সোশ্যাল ডিসটেন্স বাধ্যতামূলক করা হয়েছে।

১০/ সমস্ত এনজিওদের উদ্দেশ্যে বলা হয়েছে ,আগামী দিনে চাইলে তাঁরা এগিয়ে এসে সাধারণ মানুষকে এই সমস্ত নিয়মের গুরুত্ব বোঝাতে পারে এবং তাঁদেরকে সহযোগিতা করতে পারে।

১১/ রাজ্য করোনা যোদ্ধাদের দলগুলি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই সক্রিয় করা হবে

১২/ সমস্ত কর্মসংস্থানগুলি, এবং ব্যবসায়িক স্থানগলি স্যানিটাইজার দ্বারা পরিশোধিত করা হবে।

১৩/ পূর্বের তুলনায় অধিক পরিমাণে প্লাসমা ব্যাংক নির্মাণ করা হবে।

এই সমস্ত নিয়মবিধি ঘোষণা করার পাশাপাশি সাধারণ মানুষের সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। তবে নয়া সরকারের তরফ থেকে আশা করা হচ্ছে, আগামী দিনে এই সমস্ত গাইডলাইন মেনে চললে একদিন করোনামুক্ত পশ্চিমবঙ্গ গঠন করা সম্ভব হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দল বিরোধী মন্তব্যের জেরে শোকজের মুখে তন্ময় ভট্টাচার্য । এম ভারত নিউজ

একেই ভোটে শোচনীয় হার, তার ওপর দলের আদর্শ বিরোধী মন্তব্য। এর জেরেই শোকজ করা হল প্রাক্তন বিধায়ক তথা উত্তর দমদমের সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। সিপিএম জেলা কমিটির তরফে একেবারে সটান চিঠি দিয়েই নিজের আচরণের কারণ ব্যাখ্যা করতে বলা হল তাঁকে। যদিও এই পুরো ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি তন্ময় ভট্টাচার্যের। […]

Subscribe US Now

error: Content Protected