আডবানীকে ‘ভারতরত্ন’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। এম ভারত নিউজ

admin

বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাঁর প্রতি সশ্রদ্ধ…

0 0
Read Time:2 Minute, 49 Second

লৌহপুরুষ, তথা ভারতীয় বর্ষীয়ান রাজনীতিবিদ লালকৃষ্ণ আডবানীকে ‘ভারতরত্ন’ দেওয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে এই খবরটি পোস্ট করেন। প্রধানমন্ত্রী বলেন, এটি তাঁর কাছে খুবই আবেগঘন এক মুহূর্ত। দেশ জুড়ে এই খবরে আনন্দের হিল্লোল পড়ে যায়। সাতানব্বই বছরের আডবাণীকে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে, রাজনৈতিকদল নির্বিশেষে সম্মান করা হয়। বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাঁর প্রতি সশ্রদ্ধ। ফলে সকলেই খবরটিতে আপ্লুত।

পাশাপাশি, ‘টুইট’ বার্তায় লালকৃষ্ণ আডবাণীকে ভারতের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও লেখেন, তিনি এই সময়ের অন্যতম সম্মানিত রাজনীতিবিদ। ভারতের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয়। দেশের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রাখা থেকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করা সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবেও তাঁর কাজ গোটা দেশবাসীর মনে থাকবে।

কিছু দিন আগে সেই রামমন্দিরের উদ্বোধন করা হয়েছে অযোধ্যায়। আডবাণী যে আন্দোলন শুরু করেছিলেন, মোদির হাতে সেটি পূর্ণতা পেয়েছে। সেই রামমন্দির উদ্বোধনের বছরেই ‘ভারতরত্ন’ দেওয়ার ঘোষণা হল আডবাণীকে। রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অবশ্য উপস্থিত থাকতে পারেননি আডবাণী। শেষ মুহূর্তে জানা যায় তিনি অযোধ্যায় যেতে পারছেন না। বর্তমানে আডবানীর বয়স ৯৭ বছর। শারীরিক অসুস্থতার কারণে রামমন্দির উদ্বোধনে যাননি তিনি।

উল্লেখ্য, তিন দশক আগে দেশে রামমন্দির আন্দোলনের সময়ে সঙ্ঘ পরিবারের মূল কান্ডারি ছিলেন আডবাণী। ভারতবর্ষে প্রথম রামরথ ছুটিয়েছিলেন আডবাণীই।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১০০ দিনের কাজে ২১ লক্ষ শ্রমিককে টাকার দেওয়ার ঘোষণা মমতার। এম ভারত নিউজ

এই বিপুল অর্থের জোগান কিভাবে হবে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন...

Subscribe US Now

error: Content Protected