বাজেটের ইতিহাসে প্রথম, বাংলার জন্য বরাদ্দ ৬,৬৩৬ কোটি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 50 Second

বাজেটের ইতিহাসে প্রথমবার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হলো ৬ হাজার ৬৩৬ কোটি টাকা। রেলমন্ত্রী পীযূষ গোয়েল তার একটি টুইটের মধ্য দিয়ে জানিয়েছেন এই কথা। তিনি পাশাপাশি এও জানিয়েছেন, যে পরিমাণ টাকা বাংলার জন্য বরাদ্দ হয়েছে সেই পরিমাণ টাকা অন্য কোন রাজ্যের জন্য বরাদ্দ হয়নি ।

বঙ্গ ভোটের আগে , রেল মন্ত্রকের তরফ থেকে এইরূপ ঘোষণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশিষ্ট মহল । গত বৃহস্পতিবার রেলমন্ত্রী তার টুইটের মধ্য দিয়ে জানান , গতবারের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে রেল বাজেট। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে, জমি দেওয়ার ব্যাপারটিতে স্বীকৃতি দেওয়ার জন্য। যাতে রেলের বিভিন্ন প্রকল্পগুলিকে দুটো বাস্তবায়িত করা সম্ভব হয় । বাস্তবে ৫৩ টি প্রকল্পের স্বীকৃতি পাওয়া গেলেও ইতিমধ্যেই ,কেবল মাত্র ৩৪ টি প্রকল্পের অ্যালটমেন্ট পাওয়া গেছে। এর পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান, বাকি প্রকল্পগুলিতে সামগ্রিক সমস্যাগুলিকে দূর করে প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে সহায়তা করার জন্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আগামীকাল ফের রাজ্য সফরে নাড্ডা । এম ভারত নিউজ

সূত্রের খবর অনুসারে জানতে পারে যাচ্ছে, আচমকাই ঝটিকা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জে পি নাড্ডা । যদিও তার এবারের সফরের প্রধান উদ্দেশ্যই উত্তরবঙ্গ ভ্রমণ । আর তাঁর সফরের আগে করেই তৃণমূল থেকে পদত্যাগ করলেন এক বলিষ্ঠ নেতা। হেমতাবাদের এক প্রভাবশালী তৃণমূল নেতার ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা ফের রাজনৈতিক […]

Subscribe US Now

error: Content Protected