তৃতীয় দফার নির্বাচনেও বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 5 Second

বঙ্গে তৃতীয় দফার ভোট হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় । এই তৃতীয় দফা অর্থাৎ আজকের ভোটেও জেলার বিভিন্ন জায়গায় হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছিল । হুগলির আরামবাগে তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল কে বাঁশ, ইঁট নিয়ে তাড়া করে বিজেপির দুষ্কৃতীরা, তিনি আহতও হন । বাঁশের আঘাতে তার কোমর ঘাড়ে চোট লাগে । অন্যদিকে, হাওড়ার বাগনানে তৃণমূলের বুথ সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়, এই অভিযোগের তীর ওঠে বিজেপির বিরুদ্ধে ।

বুথ সভাপতি যোগীবর বাগ গুরুতর আহত হন, ফলত তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । হাওড়ার উলুবেড়িয়া উত্তরের প্রার্থী চিরন বেরা আমতা থানার কাছে অবস্থান বিক্ষোভ করেন । তিনি জানান- তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে, এমনকি বুথে গিয়েও সন্ত্রাস চালাচ্ছে সঙ্গে ছাপ্পা ভোটও দিচ্ছে । এদিকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূলের এক দুষ্কৃতী এক মহিলা ভোটারকে হুমকি দেন, তিনি বলেন- ভোট দিলে ভালো ফল হবেনা । পাল্টা জবাবে ওই মহিলা বলেন- যা করার করে নিস ।

সুতরাং, এভাবেই জেলায় জেলায় একের পর এক বিক্ষিপ্ত অশান্তি লেগেই রয়েছে । সব মিলিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি । কোথাও চলছে ছাপ্পা, কোথাও ভয় দেখানো হচ্ছে, কোথাও আবার শান্তিপূর্ণ ভোট হতেও দেখা যাচ্ছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মিশন মঞ্জুরের শুটিং-এ আহত হলেন সিদ্ধার্থ । এম ভারত নিউজ

আহত হলেন সিদ্ধার্থ মালহোত্রা|নতুন ছবি ‘মিশন মঞ্জু’র শ্যুটিং চলাকালীন আহত হল বলিউড তারকা । সূত্রে জানা যাচ্ছে, একটি অ্যাকশন দৃশ্যের জন্য স্টান্ট করতে গিয়েই পায়ে চোট পেয়েছেন অভিনেতা সিদ্ধার্থ।চোট পাওয়ার পরেও মাঝ পথে শ্যুটিং থেমে যেতে দেননি অভিনেতা । প্রাথমিক চিকিৎসার পরেই ফের কাজ শুরু করেন দেন তিনি।অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected