করোনা পরিস্থিতিতে সবার অবস্থাই সোচনীয় । ধুমধাম করে রাখী বন্ধনের অনুষ্ঠান পালন করার সুযোগ নেই কারোরই । তবু ভাই-বোনের ভালোবাসা মনের মধ্যে রেখেই একে অপরের শুভকামনা করে যেতে আমাদের । শুধু মাত্র নিজের পরিবারের নয়, সমগ্র দেশের এমনকি দুনিয়ার ভাই-বোনের শুভকামনা । আজ রাখী বন্ধনের শুভ দিনে তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে, দেশের সমস্ত ভাই-বোনকে টুইট করে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন । তিনি বলেন “রাখিবন্ধনের পবিত্র উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা ।” এই বছর রাখির গুরুত্ব আলাদাই । করোনা আবহে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। তবে এই উৎসব সমস্ত ভেদাভেদ ভুলে আপন করে নেয় সবাইকে তাই বোধহয় গত ২৫ বছরের মতোই পাকিস্তানের কামার মহসিন শেখ এবারেও রাখি পাঠালেন মোদীর জন্য। তাঁর কোন ভাই নেই তাই প্রতিবছরই তিনি প্রধানমন্ত্রীকে রাখি পরান । পাশাপাশি ভায়ের উদ্দেশ্যে তিনি বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি তাঁকে আমন্ত্রণ জানান তবে তিনি খুব খুশি হবেন এবং আসবেনও ।
রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Read Time:1 Minute, 39 Second