দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল ইন্ডিয়ান সুপার লিগের সূচি। শুক্রবার আগামী ১১ জানুয়ারি পর্যন্ত ১১ রাউন্ডের সূচি প্রকাশ করা হয়েছে। বাকি সূচি প্রকাশ করা হবে ডিসেম্বরে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এটিকে-মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। ২০ নভেম্বর ৭ টা ৩০ মিনিটে হবে সেই ম্যাচ। এদিকে, ডার্বি নিয়ে আইএসএল যাত্রা শুরু করবে এসসি ইস্টবেঙ্গল। আগামী ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবে লাল-হলুদ শিবির। ম্যাচের সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
এবার আইএসএলে খেলবে ১১ টি দল। এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এবং এসসি ইস্টবেঙ্গল। করোনার জেরে গোয়ার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম, বাম্বোলিমের জিএসমি স্টেডিয়াম এবং ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে ম্যাচগুলি হবে।