0
0
Read Time:55 Second
বন্যায় বেহাল দশা উত্তরপ্রদেশের । ১৬টি জেলায় প্রভাব দেখা গেছে সর্বাধিক, ক্ষতিগ্রস্ত ৮৭৫টি গ্রাম যার মধ্যে বহু গ্রামে সরকারের এখনও পৌঁছনো সম্ভব হয়নি । তবে, বহু জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে । রাপ্তি, ঘাগরা, শারদা– তিন নদীর জলই বিপদসীমার ওপর দিয়ে বইছে। বহু মাটির বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে। পরিবার, গবাদি পশু নিয়ে বিপদে পড়েছেন গ্রামবাসীরা। আবহাওয়া দফতর জানিয়েছে, স্বাভাবিকের চেয়ে ১১ গুণ বেশি বৃষ্টি হয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশে । রাস্তায় গাড়ির লাইন, কোন কোন রাস্তা সম্পূর্ণ জলমগ্ন । ঘরছাড়া কয়েক হাজার মানুষ।