প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে , বাদ যাবেনা দক্ষিণবঙ্গও । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 13 Second

প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে, বাদ যাবে না দক্ষিণবঙ্গও, এমনই তথ্য জানানো হল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। মূলত মৌসুমী অক্ষ রেখার অবস্থান এবং বঙ্গোপসাগর থেকে উদ্ভূত জোরালো জলীয় বাষ্পের কারণেই আজ উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখার এই অবস্থানের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। যদিও রাজ্যের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। সকাল থেকেই ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে মহানগরীতেও। জানা যাচ্ছে, মহানগরীতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রায় তুলনায় ৪ ডিগ্রি কম। অপরদিকে দিনের সর্বনিম্ম তাপমাত্রা নামতে চলেছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসে।

গত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা কমেছে। প্রসঙ্গত উল্লেখ্য, বৃষ্টিপাত হওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে কোনো বিশেষ পার্থক্য দেখতে পাওয়া যায়নি। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের ৫ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দত্তর। পাঁচটি জেলা হল, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং। জানা যাচ্ছে, আজ মৌসুমী অক্ষরেখার অবস্থান হবে উত্তর বঙ্গের কাছাকাছি। ইতিমধ্যেই এই নিয়ে জারি করা হয়েছে সর্তকতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশের নিম্নগামী করোনায় মৃতের সংখ্যার গ্রাফ । এম ভারত নিউজ

দেশে নিম্নগামী করোনায় মৃতের সংখ্যা, এমনকি কমছে করোনায় আক্রান্তের সংখ্যাও। পাশাপাশি বেড়ে চলেছে সুস্থতার হার। গতকালের মত আজও করোনা সংক্রমনের গ্রাফ নিম্নগামী। করোনাকালীন দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছিল তৃতীয় ঢেউ । যদিও এখনও পর্যন্ত সে সম্ভাবনা থেকে বেরিয়ে আসতে পারেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর […]
News_856

Subscribe US Now

error: Content Protected