প্রকাশিত হল তৃণমূলের ইস্তাহার, রয়েছে একগুচ্ছ চমক ! এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 0 Second

প্রকাশিত হল তৃণমূলের ইস্তাহার। বিধানসভা নির্বাচনে যেমন একগুচ্ছ চমক নিয়ে পেশ হয়েছিল এই প্রকল্প তালিকা এবারেও কি তাই? হ্যাঁ, চকম তো এবারেও রয়েছে। এবারে নির্দিষ্ট দশ প্রতিশ্রুতি দিয়েই ভোটের লড়াইয়ে নামছে শাসক দল। যার নাম দেওয়া হয়েছে কলকাতার দশ দিগন্ত । আজ হাজরায় মহারাষ্ট্র নিবাস হলে আনুষ্ঠানিকভাবে এই ইস্তেহার প্রকাশ করেছে শাসক দল ৷ তৃণমূলের তরফে যদিও একে শহরের উন্নয়নের রূপরেখা বলেই দাবি করা হচ্ছে ৷ যার মধ্যে পানীয় জলকেই নিজের হাতিয়ার করেছে এই দল। শাসক দলের এই পরিকল্পনার তালিকায় কি কি রয়েছে দেখে নেওয়া যাক।


কলকাতার টালিগঞ্জ, যাদবপুর এলাকার পানীয় জল সরবরাহের উপরেই জোর দেওয়া হয়েছে বেশি। পাশাপাশি জল নিকাশি ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে৷ তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী শহরের রাস্তা হবে গর্তবিহীন, ডেঙ্গি নিয়ন্ত্রণে তৈরি করা হবে তিরিশটি বিশেষ কেন্দ্র৷ পাশাপাশি জোর দেওয়া হয়েছে পার্ক, বাজার এবং গঙ্গার ঘাটগুলি আরও পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার উপরে৷ প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হল এবং মহিলাদের জন্য শৌচালয় তৈরিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে৷ স্বাস্থ্যকেন্দ্রগুলিরও মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে শাসক দল৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ওজন ৫০ কেজি, 'মেলেটারি' মাছ ধরা পড়ল জালে । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : মাছ, তাও ৫০ কেজি ওজনের! হ্যাঁ, এমনটাই ঘটেছে নদিয়ার শান্তিপুরে। সেখানকার নৃসিংহ পুর ভাগীরথী নদী থেকে কালনা ঘাটে এই মাছ ধরা পড়েছে সখা বর্মন নামক এক মৎস্যজীবীর জালে। বিশাল আকারের মাছটি দেখার জন্য ছুটে আসে ভাগীরথী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ। ভাগীরথী নদীর মৎস্যজীবীরা জানান মাছটির গায়ে […]

Subscribe US Now

error: Content Protected