শিবরাত্রির পূণ্য তিথিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শাহি স্নান। হরিদ্দার থেকে শুরু করে বেনারস সমস্ত ঘাট গুলি ভরে উঠেছে দর্শনার্থীতে। করণা আবহে, সাহি স্নানের ওপর এক প্রকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রথমে, পরে সমস্ত রকম কোভিড বিধি মেনেই ফের চালু করা হয়েছে এই শাহী স্নান। আখারাদের জন্য সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্নানের সময় নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ পুণ্যার্থীদের জন্য শাহি স্নান এর সময় ধার্য করা হয়েছে সকাল আটটার আগে অথবা বিকেল পাঁচটার পরে।
হরিদ্বারের বিভিন্ন ঘাট গুলিতে ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুরে দেওয়া হয়েছে । মোতায়েন করা হয়েছে ১৫ হাজারেরও বেশি পুলিশকর্মী। পাশাপাশি লাগানো হয়েছে এলসিডি স্ক্রিন এবং আকাশের সর্বোচ্চ সময় পর্যন্ত ওড়ানো হচ্ছে ড্রোন ক্যামেরা। এত বিপুল পরিমানে জলদাসীর নিরাপত্তা সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে এই বিশেষ সুবিধা গুলি।
স্বেচ্ছাসেবক দলেরা বিভিন্ন জায়গায় স্যানিটাইজারের ক্যাম্প করেছেন ,সেখান থেকেই স্যানিটাইজার দেওয়া হবে । কুম্ভ মেলায় পুন্যার্থীদের সুবিধার্থে পাশে দাঁড়িয়েছে ভারতীয় রেল। হরিদ্বারে ১২ জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। বিশেষত ভারী সংখ্যার ভির এড়ানোর জন্যই এমন সুবিধা দিল ভারত রেল।