Read Time:1 Minute, 11 Second
স্টাফ সিলেকশন কমিশনের প্রকাশ করা বিবৃতি অনুযায়ী মঙ্গলবার থেকেই ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। সেইমতো আজ থেকেই তালিকা প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যায়। এরই মাঝে কলকাতা হাইকোর্ট আজ জানিয়ে দেয় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলেও হাইকোর্টের নির্দেশ না পাওয়া পর্যন্ত জয়নিং হবে না কোনো প্রার্থীরই। এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি সুব্রত তালুকদার এবং স্বৌগত ভট্টাচার্য। ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী ইন্টারভিউ চললেও নিয়োগ হবে না কোনো প্রার্থীর। সর্বপ্রথম ইন্টারভিউ তালিকায় নাম নেই এমন প্রার্থীদের অভিযোগ গ্রহণ করা হবে তারপরই শুরু হবে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া।
