চোট থেকে ফিরেই চমক! ফের ভারতকে স্বর্ণপদক উপহার নীরজের। এম ভারত নিউজ

admin

টোকিও অলিম্পেক্সে সোনাজয়ী ভারতীয় তারকা জিতে নিলেন জ্যাভেলিন থ্রোয়ের খেতাব।

0 0
Read Time:2 Minute, 18 Second

দোহার পরে এবার সুইজারল্যান্ডের লুসান, ফের ডায়মন্ড লিগে বিজয় পতাকা ওড়ালেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পেক্সে সোনাজয়ী ভারতীয় তারকা জিতে নিলেন জ্যাভেলিন থ্রোয়ের খেতাব। গত মে মাসে দোহায় ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। লুসানে ৮৭.৬৬ মিটারেই খেতাব জয় নিশ্চিত করেন তিনি।

৮৭.৬৬ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন নীরজ। যা নিয়ে খুশি নন তিনি। নীরজ বলেন, “আমি আবার অনুশীলনে ফিরে যাব। অনেক কিছু ঠিক করতে হবে। সেগুলো করলে আমি আরও শক্তিশালী হয়ে ফিরব। লুসেনে আমি আগেও ভাল ফল করেছি। গত বছরও আমি এখানে জিতেছিলাম। এ বারেও জিতলাম। আশা করছি আগামী বছরেও জিততে পারব। এখন লক্ষ্য বুদাপেস্ট। আমার কাছে ওটা অনেক বড় চ্যালেঞ্জ।” এদিন তাঁর প্রথম থ্রো বাতিল হয়। দ্বিতীয় এবং তৃতীয় থ্রো সঠিক হলেও সেগুলি ছিল ৮৩.৫২ এবং ৮৫.০৪ মিটার। কিন্তু চতুর্থ থ্রো-টিও তাঁর বাতিল হয়। পঞ্চম থ্রো-টি ছিল ৮৭.৬৬ মিটার। যা জয় এনে দেয় নীরজকে।

দোহার পরে এটিই ছিল চলতি মরশুমে নীরজের দ্বিতীয় ইভেন্ট। চোটের জন্য জুনের তিনটি ইভেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। নেদারল্যান্ডসের এফবিকে গেমস, ফিনল্যান্ডের পাভো নুরমি গেমস ও চেক প্রজাতন্ত্রের ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে লড়াই চালানোর কথা ছিল চোপড়ার। তিনটি ইভেন্ট মিস করার পরে অবশেষে ট্র্যাকে ফেরেন নীরজ এবং চোট সারিয়ে ফিরে এসেই চ্যাম্পিয়ন হন ভারতীয় তারকা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আসছে 'আবার প্রলয়', প্রকাশ পেল টিজার। এম ভারত নিউজ

২০১২ সালের ৫ জুলাই তাঁকে গুলি করে হত্যা করা হয়। সেই বরুণ বিশ্বাসের মৃত্যুকে কেন্দ্র করে চিত্রনাট্য লেখেন রাজ চক্রবর্তী।

Subscribe US Now

error: Content Protected