গত দশ বছরের তৃণমূল সরকারের কাজের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড পেশ করল দল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের সাংসদ-বিধায়কদের উপস্থিতিতে রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়। গত দশ বছরে দশটি ক্ষেত্রে সরকারের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরলেন সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সীর মতো শীর্ষ নেতারা। শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রে নানান উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
২০১১ সালের মে মাসে ক্ষমতায় আসার পর থেকে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তৃণমূল সরকার কী কী প্রকল্প গ্রহণ করেছে, তারই সাফল্যের সংকলন গ্রন্থ এই রিপোর্ট কার্ড। মূলত রাজ্যে ক্ষমতায় আসার পর সিঙ্গুরে জমি কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে একুশের বিধানসভা নির্বাচনের আগে নতুন সংযোজন ‘দুয়ারে দুয়ারে সরকার’ পর্যন্ত নানা ধরনের পদক্ষেপের কথা প্রকাশ করা হয়। প্রকল্পগুলির কী কী সাফল্য মিলেছে, কতটা কাজ এগিয়েছে তাও তুলে ধরা হয়।
এদিন তৃণমূল নেতৃত্ব জানান, রাজ্যবাসীর গড় আয় গত এক দশকে দ্বিগুণ বেড়েছে। বেড়েছে রাজ্যের জিডিপি’ও। গত ১০ বছরে রাজ্যে ৩০টি বিশ্ববিদ্যালয় ও ৫০টি কলেজ-সহ একাধিক নতুন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। বাংলা আবাস যোজনাতেও ব্যাপক সাড়া মিলেছে বলেই দাবি তাদের। দলীয় সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের অন্যতম হাতিয়ার করতে চাইছে বিগত বছরের উন্নয়নের খতিয়ানকে। তাদের মতে রাজ্যের শাসকদল বিরোধীদের মোকাবিলা করতে কাদা ছোড়াছুড়ির রাস্তায় না-গিয়ে উন্নয়নের ইতিবাচক দিক নিয়েই প্রচারে থাকতে চাইছে। আর এই ইতিবাচক প্রচারকে আরও জোরদার করার জন্যই এবার তৃণমূল নেতৃত্বের তরফে প্রকাশিত হল রিপোর্ট কার্ড।