গত মঙ্গলবার মার্কিন মুলুকের আটলান্টায় বন্দুকবাজের এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ৬ এশিয়মহিলার । সূত্রের খবর মোতাবেক, জানতে পারে গেছে আমেরিকার তিনটি মাসাজ পার্লারে হানা দিয়েছিল এই বন্দুকবাজের দল । তারপর এলোপাতাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সেই মাসাজ পার্লারে কর্মরত ব্যক্তিদের দেহগুলি, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। সূত্রে জানা গেছে ওই মহিলারা এশিয়া বংশোদ্ভূত। পাশাপাশি এই ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের আটলান্টায়।
এই ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জো বাইডেন বলেছেন, দেশের সমস্ত রকম অনৈতিক কাজের বিরুদ্ধে নৈতিকতার প্রতীক হিসেবে কাজ করতে পারে দেশের আইন ব্যবস্থা। এবং যার জন্য আমাদের নিজেদের হৃদয় পরিবর্তন করতে হবে । ঐদিন ঘটনার পরে সিসিটিভি ফুটেজ দেখে সনাক্তঃ করা হয় ওই দুষ্কৃতীদের । পরে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় তাদের সম্পর্কে। শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় ওই বন্দুকবাজকে।
এই হত্যাকাণ্ডের পরেই, জাতীয় টেলিভিশনে বক্তৃতা রাখতে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেন জো বাইডেন। পাশাপাশি এও বলেন , এই ঘটনা প্রকৃতই মার্কিন মুলুকে এশীয়দের প্রাণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এবং নির্দেশ দেন আগামী দিনে এশীয়দের জন্য নিরাপত্তা বৃদ্ধি করার।
পুলিশের সুত্রে খবর ওই ব্যক্তি শ্বেতাঙ্গ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পাশাপাশি গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে । এবং এও জানানো হয়েছে প্রধানত যৌন হতাশার কারণে তিনি একটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যদিও এরকম একটি হত্যাকাণ্ডের পেছনে সামান্যতম একটি কারণকে মানতে নারাজ আমেরিকার উচ্চপদস্থ সমস্ত সরকারি কর্মচারী সহ সিনেটররা।