চিন্তা বাড়াচ্ছে দেশের দৈনিক সংক্রমণ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 47 Second

অক্টোবরেই ভারতে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করেই যেন দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন। বুধবার থেকে বৃহস্পতিবারে এক লাফে ১৪% বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আশার কথা একদিনে মৃত্যুর সংখ্যা খানিকটা হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১, মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জন। আপাতত দেশের কোভিড সংক্রমণের হার ৬.১৭ শতাংশ কমেছে। কিন্তু ২৪ ঘণ্টায় ফের ২.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার।

তৃতীয় ঢেউ রুখতে মরিয়া সরকার। জোরকদমে টিকাকরণ চলছে দেশে। এখনও পর্যন্ত ৭১ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৪২৮ টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৮৬ লক্ষ ৫১ হাজার ৭০১ জনকে। কিন্তু যেভাবে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী তা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উপনির্বাচনেই কি বাম-কংগ্রেস জোটের ইতি ? । এম ভারত নিউজ

ভবানীপুরে প্রার্থী ঘোষণা করলো সিপিআইএম। প্রথমে মীনাক্ষী মুখার্জির নাম নিয়ে জল্পনা থাকলেও পরে শ্রীজিব বিশ্বাসের নাম ঘোষণা করা হয় শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে সংঘাত শুরু হয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে নারাজ কংগ্রেস। কিন্তু সিপিআইএম বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীও ছেড়ে দিতে […]

Subscribe US Now

error: Content Protected