করোনা আবহে শুক্রবার থেকে কেদারনাথ দর্শনের জন্য চালু হল চপার পরিষেবা। কিছুদিন আগে প্রথমে উত্তরাখণ্ডের বাসিন্দা ও পরে অন্য রাজ্যের তীর্থযাত্রীদের জন্যও খুলে দেওয়া হয় চারধাম যাত্রা। সম্প্রতি উত্তরাখণ্ড সরকার
ঘোষণা করেছে যে চারধাম যাত্রার জন্য আর কোভিড নেগেটিভ সার্টিফিকেট লাগবে না। ইতিমধ্যে শুক্রবার থেকে চপার পরিষেবা চালু হতেই করোনার কালেও পর্যটকদের ঢল নেমেছে কেদারনাথে। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে, চপার করে প্রথম দিনেই প্রায় ৮৯০ জন পর্যটক কেদারনাথে গিয়েছেন। গত পাঁচ দিনে চপারে করে কেদারনাথ মন্দির দর্শন করার জন্য অনলাইনে ২৫০০-রও বেশি ভক্ত বুক করেছেন। যাতায়াতের জন্য গুপ্তকাশী থেকে কেদারনাথ মন্দির যাওয়ার জন্য কপ্টারের ভাড়া মাত্র ৭,৭৫০টাকা। ফাটা থেকে ভাড়া পড়বে ৪,৭২০ টাকা, সিরসি থেকে ৪,৬৮০ টাকা ও গোবিন্দঘাট থেকে ৫,৯৫০টাকা।
