Read Time:1 Minute, 27 Second
নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আরও তিন তৃণমূল সদস্যের যোগদান বিজেপিতে । কাঁথি -২ দেশপ্রাণ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি, দেশপ্রাণ ব্লকের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দেশপ্রাণ ব্লকের INTTUC সভাপতি, শ্রী দেবাংশু মাইতি আজ বিজেপিতে যোগ দেন । আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি র কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। ভারতীয় জনতা পার্টির আদর্শ ও ভাবধারায় প্রভাবিত হয়ে, নতুন এক সোনার বাংলা গড়ে তোলার লক্ষেই তাঁদের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে । আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক কল্লোল কর সহ দলীয় কার্যকর্তাগন।
