ধর্ম জিতলে মনুষ্যত্ব হারবে, মানুষ জিতলে ধর্ম বাঁচবে : দেব । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 57 Second

পশ্চিমবঙ্গে ভোট যুদ্ধ চলছে, আর এই ভোটের ময়দানে ধৰ্ম কে হাতিয়ার করছে অনেকেই| তাই প্রচারে বেরিয়ে তৃণমূল সাংসদ দেব এক সুন্দর বার্তা দিলেন,বললেন-ধর্ম জিতলে মনুষ্যত্ব হারবে, মানুষ জিতলে ধর্ম বাঁচবে।কালনার তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ বাগের হয়ে প্রচার করতে গিয়েছিলেন দেব, সেখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও। শনিবার কাটিগঙ্গার মাঠের প্রচার মঞ্চে প্রথমে করোনার প্রকোপের হাত থেকে বাঁচতে সকলকে মাস্ক পরার কথা বলেন তারকা সাংসদ দেব। তারপরই বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং জানান, বাংলা আগে থেকেই সোনার বাংলা হয়ে আছে। কারণ এই রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। তৃণমূল দল সকলকে নিয়েই ভাবে।

তাই তৃণমূলকে ভোট দিলে বাংলার মুখ উজ্জ্বল হবে| এরপরই ঘাটালের সাংসদ দেব জানান, বর্তমান রাজনীতি কাজের পরিচয়ে হচ্ছে না। ধর্ম নিয়ে রাজনীতিটাই বেশি হচ্ছে। একদিকে হিন্দুকে মুসলমানের থেকে আলাদা করার চেষ্টা হচ্ছে, অন্যদিকে মুসলমানদের হিন্দুদের থেকে আলাদা করার চেষ্টা চলছে। মানুষকে ভাগ করার রাজনীতি তৃণমূল করে না বলে দাবি করেন দেব। বলেন, “ধর্মের হাত শক্ত করলে আমাদের দেশে শুধু মন্দির, মসজিদই থাকবে। স্কুল, হাসপাতাল থাকবে না। রাস্তাঘাট হবে না। বাড়িতে জল না পৌঁছালে কোথাও অভিযোগ জানাতে পারবেন না। উন্নয়নও হবে না। ধর্ম যদি জেতে তাহলে মনুষ্যত্ব হেরে যাবে। আর মানুষ যদি জেতে ধর্ম বেঁচে থাকবে। রাজ্য ও দেশ বেঁচে থাকবে।” এরপরই বিজেপিকে খোঁচা দিয়ে দেব বলেন, “যাঁরা গুজরাটে পাকা বাড়ি করতে পারেননি। তাঁরা বাংলায় এসে বলছে পাকা বাড়ি করে দেবেন বলে এখানে মিথ্যা প্রচার চালাচ্ছেন।” মহিলাদের সুরক্ষা প্রসঙ্গেও কথা বলেন দেব।ধর্ম জিতলে মনুষ্যত্ব হারবে, মানুষ জিতলে ধর্ম বাঁচবে। কালনার প্রচার মঞ্চে দাঁড়িয়ে একথাই বললেন অভিনেতা-সাংসদ দেব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আগামী ৭২ ঘণ্টা শীতলকুচিতে রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষেধ । এম ভারত নিউজ

নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হল বড় সিদ্ধান্ত। আগামী ৭২ ঘন্টার জন্য নিষিদ্ধ করা হলো কোন রাজনৈতিক নেতার প্রবেশ, হ্যাঁ আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত কোচবিহারের শীতলকুচিতে কোন রাজনৈতিক নেতা বা নেত্রী প্রবেশ করতে পারবেন না ,এমনটাই ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশনের তরফ থেকে ধারণা করা হচ্ছে […]

Subscribe US Now

error: Content Protected