বিধানসভা নির্বাচন ২০২১ , প্রার্থী তালিকা প্রকাশের পর এখন দফায় দফায় জনসভা করতে চলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা প্রত্যেকেই নিজের ভোট কেন্দ্রে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান। সেরকমই চিন্তা ভাবনা নিয়েই , আজ বিরুলিয়া তে জনসভা করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বঙ্গ ভোটের আগে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন বিজেপির শীর্ষ নেতারা । তাই একের পর এক জনসভায় যাচ্ছেন বিভিন্ন প্রার্থীরা ।
তবে রাজনৈতিক মহলের মতে, ভোট যত এগিয়ে আসছে, ততই অসুস্থ শরীরেও নিজের ফর্মে ফিরছেন মমতা। দল ত্যাগ করা শুভেন্দুকে ইতিমধ্যেই নিশানা করে মীরজাফর বলেছেন তিনি। ইতিমধ্যে গত কয়েক দিনে রাজ্যে এসেছেন বিজেপির শীর্ষ নেতারাও। কিছুদিন আগে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ।
এদিনের জনসভায় শুভেন্দু বলেন তৃনমুল পঞ্চায়েত ভোট থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে ,কেড়ে নিয়েছে সাধারন মানুষের প্রার্থীকে বেছে নেওয়ার অধিকার। তিনি সাধারণ মানুষের কাছে অনুরোধ জানান বিজেপিকে রাজ্যে জয়লাভ করানোর জন্য। পাশাপাশি তিনি বলেন নন্দীগ্রাম ভূমিপুত্রদের চায়, কোন বহিরাগতকে নয়। বঙ্গ ভোটে বিজেপির জয় লাভের আশা নিয়েই বিরুলিয়া তে জনসভা করেছেন তিনি ।