
জোর কদমে চলছে ভোটের লড়াই, শাসক বিরোধী দলের মধ্যে চলছে জোর তরজা । রাজনীতিতে শারীরিক, মানসিক কিংবা ব্যক্তিগত, সব আক্রমণই চলতে থাকে । পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পোস্টার ঘিরে এবার নয়া বিতর্ক শুরু হল । পূর্ব বর্ধমান জেলার ভাতার কেন্দ্রে নেত্রীর ছবিতে সিঁদুর ও টিপ পরিয়ে দেওয়া হয় । তৃণমূলের দাবি, বিজেপির কার্যালয়ের পাশে সাঁটানো বেশ কয়েকটি পোস্টারে মমতা বন্দোপাধ্যায়ের ছবিকে বিকৃত করা হয়েছে । ছবি বিকৃত করা হয়েছে তাও আবার মাননীয়া মুখ্যমন্ত্রীর, চরম নিন্দনীয় ঘটনা । ভাতারের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জুলফিকার আলি জানিয়েছেন, ‘ছবি বিকৃত করার পিছনে বিজেপির হাত রয়েছে, নেত্রীর ছবি বিকৃত করার ঘটনা সত্যিই নিন্দনীয়। এরকম নোংরামির রাজনীতি মেনে নেওয়া যায় না । বিজেপির চক্রান্ত এসব, কারণ বিজেপির কার্যালয়ের কাছেই যে পোস্টার গুলো ছিল তাতেই সিঁদুর, টিপ পরানো হয়েছে । ভাতার থানায় ও নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানাব এবিষয় নিয়ে ’। অন্যদিকে ছবি বিকৃত করার দায় নেয়নি বিজেপি, বিরোধী দল শাসক দলের অভিযোগ মানতে নারাজ । এ প্রসঙ্গে বর্ধমান জেলা বিজেপির সভাপতি শ্যামল রায় জানান, ‘আমরা যদি কখনও রঙ লাগাই তাহলে গেরুয়া রঙ লাগাবো, যারা লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ান তাদের কাজ এটা, তৃণমূল ভয় পাচ্ছে তাই আমাদের অভিযুক্ত করছে’।