মন্ত্রীকে লক্ষ্য করে ইঁট-বৃষ্টি, চাঞ্চল্য গোয়ায়! এম ভারত নিউজ

admin

পাথরের আঘাতে মন্ত্রী সামান্য আহত হলেও লাঠিচার্জে……

0 0
Read Time:1 Minute, 57 Second

গ্রামে শিবাজি মূর্তি উন্মোচন করে ফেরার পথে গোয়ার মন্ত্রী সুভাষ ফল দেশাইয়ের দিকে পাথর ছোঁড়ে জনতা৷ সমাজকল্যাণ মন্ত্রী সুভাষ ফল দেশাই সোমবার সাও জোয়াওতে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি স্থাপন করে ফেরার সময় স্থানীয়রা পাথর ও কাদা দিয়ে হামলা চালায়৷ দক্ষিণ গোয়ার ডি আরিয়াল গ্রামে এই ঘটনা ঘটে। এর ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পাথরের আঘাতে মন্ত্রী সামান্য আহত হলেও লাঠিচার্জে বেশ কয়েকজন স্থানীয় মানুষ আহত হয়েছেন।

মন্ত্রী দেশাই বলেন, একদল জনতা যারা মূর্তি স্থাপনের বিরোধিতা করছিল তারা পাথর ছুঁড়েছে। তিনি আরও বলেন, কয়েকটি পাথর তাকে আঘাত করে, যার মধ্যে একটি তার মাথায় লেগেছে। যার কারণে তিনি সামান্য আহত পেয়েছেন। সাও জোয়াও দে আরিয়ালের গ্রামবাসীরা রবিবার থেকে তাদের গ্রামে মূর্তি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কায় গতকাল রাত থেকেই গ্রামে পুলিশ কড়া অবস্থানে ছিল। তাও এজ এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় তথা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'কংগ্রেসের ন্যায় যাত্রায় অংশগ্রহণ নয়', কি বললেন অখিলেশ? এম ভারত নিউজ

যদিও তার পরেই কংগ্রেসের তরফে জানানো হয়, আলোচনা এখনও শেষ হয়নি

Subscribe US Now

error: Content Protected