ট্রেনে উঠতে গেলেই বাধ্যতামূলক করোনা রিপোর্ট ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 9 Second

সংক্রমনের দিক থেকে ইতিমধ্যেই ব্রাজিলকে পেছনে ফেলে প্রথম সারির দেশে নাম লিখিয়েছে ভারত। এই মুহূর্তে বেশ কয়েকটি অসংরক্ষিত ট্রেন চালু করেছে ভারতীয় রেল। তাহলে কি কোভিড রিপোর্ট ছাড়া ট্রেনে ওঠা যাবে না ? বেশ কয়েকদিন ধরেই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সাধারন মানুষের মনে। সমস্ত জল্পনার অবসান ঘটাল ভারতীয় রেল। এক বিবৃতি প্রকাশ করে তাঁরা জানিয়ে দিল ঠিক কি করতে হবে ট্রেনের যাত্রীদের। আপনি যদি দূরপাল্লার যাত্রার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সম্প্রতি রেলের জারি করা করোনা বিধি। সম্প্রতি রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা জানিয়ে দিয়েছেন ট্রেনে উঠতে গেলে কোনও যাত্রীরই করোনা নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই। তবে ট্রেনে উঠতে গেলে মানতে হবে যাবতীয় কোভিড বিধি। মুখে থাকতে হবে মানতে মাস্ক, মানতে হবে সোশ্যাল ডিসটেন্স, স্যানিটাইজার করা হয়েছে বাধ্যতামূলক। করোনা সংক্রমণমনের দিক থেকে বেশ কয়েকটি রাজ্য প্রথম সারিতে নাম লিখেছে, তবে তার মধ্যে মহারাষ্ট্র এগিয়ে আছে সবার থেকে।

ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ,বেশ কয়েকটি স্টেশনে পাওয়া যাবেনা প্লাটফর্ম টিকিট, যে স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাবে না, সেগুলি হল মহারাষ্ট্রের লোকমান্য তিলক টার্মিনাস, কল্যাণ, দাদর, থানে, পানভেল ও ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। আগামী শুক্রবার থেকেই বন্ধ করা হচ্ছে প্লাটফর্ম টিকিটের সুবিধা। বিশেষত অতিরিক্ত বীর এড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সোমবারের রিপোর্ট বলছে রবিবারে দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন, যা কিনা বলা যেতে পারে প্রায় ১ লক্ষ ৬৯ হাজার। শেষ ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে ৯০৪ জনের! আক্রান্ত যেখানে প্রায় ১ লক্ষ ৬৯ হাজার সেখানে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৭৫ হাজারের সামান্য বেশি সংখ্যক মানুষ। ফলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বাড়ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্নায় বসছেন মমতা । এম ভারত নিউজ

নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদে মঙ্গলবার গান্ধী মূর্তির নীচে ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন জানিয়েছে, “সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কোনও রকমের নির্বাচনী প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।” বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে, নির্বাচনী সম্প্রচারের জনসভা করতে গিয়ে প্ররোচনামূলক বক্তব্যের কারণে ইতিমধ্যেই […]

Subscribe US Now

error: Content Protected