টানা দু মাসের পর মহারাষ্ট্রে কার্যত লকডাউনের অবসান ; আজ থেকে শুরু হয়ে গেল আনলক টু।ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিভিন্ন শহর গুলোতে সেই চেনা ভিড় লক্ষ্য করা গেল। তবে করোনা সংক্রমণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর হার দেখা গিয়েছিল এই রাজ্যেই। তাই একটু হলেও সাধারণ মানুষের মধ্যে সেই অসচেতনতা বর্তমানে নেই।

পাশাপাশি জনবহুল এলাকা গুলি এবং হোটেল রেস্টুরেন্ট গুলিতে স্যানিটাইজেশসনের ব্যবস্থা করা হয়েছে। আজকের আনলক ২ প্রথম দিনেই মুলুন্ড প্লাজায় দেখতে পাওয়া গেল অসম্ভব ভীর। পাশাপাশি রাজ্যের বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখতে পাওয়া গেল সেই পুরনো ছবি। তবে ইতিমধ্যেই আগামী দিনে পুনরায় করোনা সংক্রমণ হলে সে বিষয়ে জেলার প্রশাসনিক দপ্তর গুলিকে দায়িত্ব দিয়েছেন উদ্ভব ঠাকরে । তিনি জানিয়েছেন, ‘‘যদি আপনার এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে, যদি আপনাদের মনে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না, তাহলে লকডাউনের মতো কড়াকড়ি জারি করবেন।’’