পুনর্বাসনের দাবি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির । এম ভারত নিউজ

user
1 0
Read Time:1 Minute, 36 Second

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পুর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের ক্ষেত্রে যতটুকু জায়গা প্রয়োজন, তা নেওয়া সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে গণ ডেপুটেশন দিল পাঁশকুড়ার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। সোমবার ব্যবসায়ী সমিতির তরফে পাঁশকুড়া ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে এই গণ ডেপুটেশন দেওয়া হয়।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের পূর্ত দফতর থেকে মাইকিং করে ঘাটাল থেকে মেচগ্ৰাম যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির সম্প্রসারণ ও সংস্কারের জন্য সরকারি জমি দখলীকৃত কাঠামোগুলি দখলকারীদের ৭ দিনের মধ্যে সরে যেতে বলা হয়। শুধু তাই নয়, অন্যথায় আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। এতেই কপালে ভাঁজ পড়েছে রাস্তার ধারে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাদের দাবি, উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি রাস্তা সম্প্রসারণে যতটুকু প্রয়োজন ততটুকুই জায়গা নিতে হবে পূর্ত দফতরকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল প্রধান । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করল গ্রামবাসীরা। পুরুলিয়ার ঝালদা ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে দুর্নীতি করেছে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। তাদের দাবি, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা পায়নি অথচ […]

Subscribe US Now

error: Content Protected