উচ্চ প্রাথমিকে নিয়োগে সিঙ্গল বেঞ্চের রায়কে ফের চ্যালেঞ্জ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

উচ্চ প্রাথমিকে নিয়োগের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ মামলাকারীরা। কিছুদিন আগে হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক পদ্ধতি মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে । তবে এবার হাইকোর্টের মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তাঁরা। তাঁদের দাবি মহামান্য বিচারকের রায়ের পরেও এখনও পর্যন্ত ইন্টারভিউ স্বচ্ছ তালিকা প্রকাশ করেননি স্কুল সার্ভিস কমিশন। আজ সোমবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার আবেদন জানানো হয়েছে। জানা যায় চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।

গত সপ্তাহের শুরুর দিকেই হাইকোর্টের নিয়ম মেনে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তবে তার বাস্তবায়ন ঘটেছে গত বৃহস্পতিবারে। যদিও ইন্টারভিউ তালিকা প্রকাশের পরে তাঁর স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তোলে পরীক্ষার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য মহামান্য আদালতের রায় প্রকাশের সময় পরিষ্কার জানানো হয়েছিল নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে কোনো রকম কোনো আবেদন শোনা হবেনা। তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে যদি তালিকা অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে তাঁরা পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জগন্নাথ বলরাম শুভদ্রার মুখে মাস্ক ! অভিনব রথযাত্রা ইএম বাইপাসে । এম ভারত নিউজ

করোনাকালে এক অভিনব রথযাত্রা সাক্ষী রইলেন ইএম বাইপাসের সাধারণ মানুষ। যেখানে সাধারন মানুষ দৈনন্দিন জীবনে মাস্ক পরতে ভুলে যাচ্ছেন, সেখানে আজ জগন্নাথ, বলরাম ,শুভদ্রার মুখে মাস্ক পরিয়ে এক জনসচেতনতা মূলক বার্তা দেওয়ার চেষ্টা করলেন তাঁরা। ইএম বাইপাসে গড়াল রথের চাকা। মানুষকে করোনা সচেতনতার বার্তা দিতে এমনই উদ্যোগ বিধাননগর পৌর নিগমের […]
kolkata_114

Subscribe US Now

error: Content Protected