সরানো হল টিকাকরণের স্লট টাইমিং নীতি । এম এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

নয়া বদল ভ্যাকসিন নীতিতে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সরানো হল টিকাকরণের স্লট টাইমিং নীতি। আগামীকাল থেকে টিকার ভিন্ন ডোজের জন্য কোন আলাদা সময় নয় যে কোন সময় গেলে মিলবে ঠিক যে কোন ডোজ। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক দিন ধরে মানা হচ্ছিল স্লট টাইমিং নীতি। তবে আজ থেকে এই স্লট টাইমিং সরিয়ে দিয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত যেকোনো সময় পাওয়া যাবে টিকার যে কোন ডোজ। কলকাতা পৌরসভার এই নীতিতে খুশি প্রত্যেকেই। জানা যাচ্ছে, নীতি অনুসারে আজ থেকেই ১০২টি আরবান প্রাইমারি সেন্টার ও ৫০টি মেগা সেন্টারে ভ্যাকসিন দেবে কলকাতা পুরসভা।

হঠাৎই ভ্যাকসিন নীতি পরিবর্তনের বিষয়ে কলকাতা পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের উপস্থিতির হার বেশ কিছুটা কম । আর সেই কারণেই বারংবার টিকা নীতি পরিবর্তন করতে হচ্ছে কলকাতা পুরসভাকে। জানা যাচ্ছে ১৯ আগস্ট কলকাতা পুরসভার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, শুধুমাত্র গতকালই স্লট টাইমিংয়ের মাধ্যমে টিকাকরন করা সম্ভব হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে একদিকে যেমন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের লাইনে সাধারণ মানুষের টিকিটিও পাওয়া যাচ্ছে না । সেখানেই প্রথম ডোজের লাইনে হামলে পড়ছেন সাধারণ মানুষ। আর সেই পরিস্থিতি বিবেচনা করেই আজ আবার টিকা গ্রহণের নীতি বদলাতে বাধ্য হল পুরসভা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টোকিও বিমানবন্দরে পৌঁছল ভারতীয় প্যারা অলিম্পিয়নরা । এম ভারত নিউজ

অলিম্পিকের পরে এবার শুরু হতে চলেছে টোকিও প্যারাঅলিম্পিক। ইতিমধ্যেই টোকিও বিমানবন্দরে পৌঁছল ভারতীয় প্যারা অলিম্পিয়ানরা । জানা যাচ্ছে, সাঁতারু, সুটার এবং তীরন্দাজের দলটি ইতিমধ্যেই টোকিওতে উপস্থিত হয়েছে। ক্রীড়াবিদ এবং কর্মকর্তা মিলিয়ে মোট ২৮ জনের দলটি ইতিমধ্যেই আজ সকালে টোকিও বিমানবন্দরে উপস্থিত হয়েছে। টোকিও বিমানবন্দরে পৌঁছানোর পরে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন […]
sports_960

Subscribe US Now

error: Content Protected