গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো-ই রাজ্যসভায় তৃণমূলের মুখ। এম ভারত নিউজ

admin

রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে এবার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। শনিবার সকালে দলের তরফে টুইট করে এই খবর জানানো হয়। গোয়ায় দলের অবস্থা নিয়ে আজ অর্থাৎ শনিবারই আলোচনায় বসতে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকের জন্য ইতিমধ্যেই ফেলেইরো কলকাতায় পৌঁছেছেন বলে খবর।

0 0
Read Time:1 Minute, 43 Second

রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে এবার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। শনিবার সকালে দলের তরফে টুইট করে এই খবর জানানো হয়। গোয়ায় দলের অবস্থা নিয়ে আজ অর্থাৎ শনিবারই আলোচনায় বসতে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকের জন্য ইতিমধ্যেই ফেলেইরো কলকাতায় পৌঁছেছেন বলে খবর।

এদিন টুইটারে দলের তরফে জানানো হয়, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে লুইজিনহো ফেলেইরোকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করা হল। সাধারণের জন্য তাঁর কাজ সর্বত্র প্রশংসিত হবে বলেই আমাদের বিশ্বাস।” সূত্রের খবর, আসন্ন গোয়া নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে ফেলেইরো আগামী মঙ্গলবারই জমা দিতে পারেন মনোনয়ন পত্র। আগামী বছরই গোয়ার বিধানসভা ভোটে লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল। তার জন্য ইতিমধ্যেই নিজেদের সংগঠন সাজাতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই যে গোয়ার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে গোয়ার সাতবারের বিধায়ক ফেলেইরোকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করা হল, এমনটাই মত রাজনৈতিক মহলের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মানুষ বাঁচবে কীভাবে? দিল্লির বায়ুদূষণ নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। এম ভারত নিউজ

রাজধানীর বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক হওয়াই এবার সেই সমস্যা সমাধানে আসরে নামল সুপ্রিম কোর্ট। দিল্লিতে বাতাসে দূষণের বিপজ্জনক মাত্রায় আজ অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এদিনের এই শীর্ষক শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রকে নির্দেশ দেয়, "লকডাউনের মতো পদক্ষেপ নেওয়ার কথাও ভাবতে পারেন। মানুষ বাঁচবে কীভাবে?

Subscribe US Now

error: Content Protected