রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 57 Second

ডিভিসির তরফ থেকে ছাড়া ৫ লক্ষ কিউসেক জলে বিভিন্ন জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যা নিয়ে বারংবার ডিভিসির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বন্যাকে ম্যান মেড বন্যা বলে কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে এবার এই বন্যা পরিস্থিতিকেই হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেবলমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই নয়, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ প্রত্যেকেই। মূলত রাজ্যের এই বন্যার কঠিন পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি বর্ষার আগে রাজ্যের নদী গুলিতে যে সমস্ত কাজ সম্পন্ন করা হয়, সেই সব কাজ সম্পন্ন করতে দেননি মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে লক্ষীর ভান্ডার প্রকল্পের উল্লেখ করেন তিনি। ঐ পয়সা থেকে লক্ষীর ভান্ডারের প্রতি মাসের খরচ করা হতে পারে আগামী দিনে। ওদিকে ইতিমধ্যে বেহাল অবস্থা রয়েছে বিভিন্ন বাঁধ গুলির। বিভিন্ন ঘূর্ণিঝড়ের ফলে নিতান্তই দুর্বল হয়ে ভেঙে গিয়েছে বাঁধ। ওদিকে মুখ্যমন্ত্রীর আরামবাগ সফর নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, জলে দাঁড়িয়ে ফটোশুট করতে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে জানিয়ে জল ছেড়েছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি কিছুই জানেন না। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলে,ন রাজ্য সরকারি লোক ডিভিসিতে রয়েছে। সেক্ষেত্রে আগাম সর্তকতা অবলম্বন কেন করাচ্ছেন না তাঁরা। ওদিকে গত ১০ বছর ধরে নিজের গদি সামলাচ্ছেন তিনি। তবে সেক্ষেত্রে ম্যান মেড ফ্লড আটকাতে ঠিকই করেছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চীনের মুখোমুখি হতে তৈরি ভারতীয় কামান বজ্র । এম ভারত নিউজ

৫০ কিমি দূরত্বে ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম ভারতীয় কামান বজ্র। আর এবার চীনের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে এই মিসাইলকেই হাতিয়ার করতে চলেছে নয়াদিল্লি। ইতিমধ্যেই সীমান্ত এলাকায় শক্তি বাড়াতে শুরু করেছে চীন। আর তার পাল্টা জবাব দিতেই ইতিমধ্যেই লেহ লাদাখে পৌঁছে গিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নরবনে। বারংবার দ্বিপাক্ষিক […]

Subscribe US Now

error: Content Protected