কাশ্মীরে জঙ্গি দমনে অন্যতম ভূমিকা ছিল সেনাবাহিনীর সারমেয় জুমের, জওয়ানদের সর্বক্ষণের সঙ্গীয় ছিল সে। গত ১০ই অক্টোবর এরকমই এক জঙ্গি দমনে গিয়ে গুলিবিদ্ধ হয় জুম। গুলি লাগার সাথে সাথে জুমের চিকিৎসা শুরু হলেও তার শারীরিক অবস্থা ভালো ছিল না। জুমের শরীরে অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকরা জানিয়ে দেন, দু’দিনে তার শরীরের অবনতি হতে পারে। বৃহস্পতিবার সেনাবাহিনী ও দেশের সকলকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে যায় জুম। চিনার ওয়ারিয়রের গুরুত্বপূর্ণ সদস্য ছিল এই জুম। এর বয়স মাত্র ২ বছর হলেও সে সবসময় কর্তব্যপরায়ন থেকেছে।
তার মুখে গুলি লাগার পরও সে জঙ্গিদের ডেরা খুঁজে বার করে ও দুই লস্কর জঙ্গিকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেয়। তারপর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে। শুক্রবার চিনার ওয়ার মেমোরিয়ালের মাঠে শেষ শ্রদ্ধা জানানো হল তাকে। জুুমকে সেনাবাহিনীর সকল কর্মীরা স্যালুট জানান। সেনাবাহিনীর সাথে সামিল হয়েছিল অন্যান্য সারমেয়রাও। মৃত্যুর পর সেনার তরফ থেকে জানানো হয় জুমের সাহসিকতা, নিষ্ঠা সেনাবাহিনীর সকলকে অনুপ্রাণিত করবে।