রাজ্যসভার সদস্য হচ্ছেন সোনিয়া? জানুন। এম ভারত নিউজ

admin

নির্বাচনী রাজনীতিতে আসার পর এই প্রথম লোকসভা….

0 0
Read Time:2 Minute, 27 Second

রাজ্যসভার সদস্য হলেন সোনিয়া গান্ধি। শারীরিক অসুস্থতার কারণে লোকসভা থেকে সরে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সোনিয়া। গত ১৪ ফেব্রুয়ারি রাজস্থানের জয়পুর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে রাজ্যসভায় মনোনয়ন দিয়েছিলেন সোনিয়া।

২০০৬ সাল থেকে লোকসভায় রায়বরেলির প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১৯ সালে সেই আসনে জয়ী হন। নির্বাচনী রাজনীতিতে আসার পর এই প্রথম লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছেন না সোনিয়া। ৭৭ বছর বয়সী সোনিয়া সব মিলিয়ে পাঁচ দফায় কংগ্রেসের লোকসভা সাংসদ। এর আগে ইন্দিরা গান্ধি ১৯৬৪-১৯৬৭ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন।

কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধি ছাড়াও রাজ্যসভায় পাঠানো হচ্ছে বিহার থেকে ড. অখিলেশ প্রসাদ সিং, হিমাচল প্রদেশ থেকে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি, মহারাষ্ট্র থেকে চন্দ্রকান্ত হান্দোরেকে। কংগ্রেস সূত্রের খবর এবার উত্তর প্রদেশের রায়বরেলি কেন্দ্রের প্রার্থী হতে পারেন কন্যা প্রিয়াঙ্কা গান্ধি।
রাজস্থান বিধানসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সোনিয়া গান্ধি ছাড়াও বিজেপি নেতা চুন্নিলাল গারাসিয়া এবং মদন রাঠোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাচ্ছেন। মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু এদের কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় তিন নেতাকেই জয়ী ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'১ টাকাও চুরি করিনি, যতবার ডাকবে যাব', সাফ জানালেন দেব। এম ভারত নিউজ

বুধবার সকাল ১১টার সময় হাজিরা দেওয়ার কথা থাকলেও......

Subscribe US Now

error: Content Protected