Read Time:54 Second

এখন সঙ্কট কাটেনি প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। নতুন করে পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। মাঝেমধ্যে শরীরে অক্সিজেনের তারতম্য ঘটছে।ওঠানামা করছে রক্তচাপ। রয়েছে মস্তিষ্কের সংক্রমণ ও স্নায়বিক অবস্থা। অভিনেতার স্নায়বিক চিকিৎসায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। মূলত বর্ষীয়ান অভিনেতার বয়স ও কো-মর্বিডিটির বিষয় দু’টি চিকিৎসার ক্ষেত্রে মাঝেমধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে।