বড় পর্দায় ফিরছেন ফেলুদা, এবার কোন রহস্যের সমাধান? এম ভারত নিউজ

admin

অভিজিৎ গুহকে দেখা গিয়েছিল লালমোহন গাঙ্গুলির চরিত্রে

0 0
Read Time:3 Minute, 1 Second

বড় পর্দায় ফিরছেন ফেলুদা। গত বছরের পর এবার ‘নয়ন রহস্যে’র সমাধান করবেন গোয়েন্দা। মুখ্য ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সুনীল তরফদার এবার খালি ফেলুদাদের নয়, সমস্ত দর্শকদের সম্মোহনী শক্তি দিয়ে তাক লাগিয়ে দেবে। বাদ যাবে না জ্যোতিষ্ক। সঙ্গে ফেলুদার মগজাস্ত্রের খেল তো আছেই! নয়ন ওরফে জ্যোতিষ্কের উধাও হয়ে যাওয়া এবং হিঙ্গোয়ানির মৃত্যু রহস্যর সমাধান করা এবার আর বই পড়ে নয়, স্ক্রিন থেকেই জানা যাবে।

বড় পর্দায় এবছর নতুন গল্প নিয়ে ফিরছে ফেলুদা। সন্দীপ রায়ের পরিচালনায় তৈরি হবে এই ছবি। সত্যজিৎ রায়ের লেখা ‘নয়ন রহস্য’ গল্পর উপর ভিত্তি করে এই ছবি তৈরি করবেন পরিচালক। ছবির নাম গল্পর মতো একই থাকছে। ফেলুদা হিসেবে আবারও ধরা দেবেন ইন্দ্রনীল সেনগুপ্তই, সঙ্গে তোপসে হয়ে থাকবেন আয়ুষ দাস। মানে, গতবারের টিম ফেলুই থাকছে নয়ন রহস্যে। ২০২২ সালে ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে নতুন ফেলুদা এবং তোপসে হিসেবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীল এবং আয়ুষ। অভিজিৎ গুহকে দেখা গিয়েছিল লালমোহন গাঙ্গুলির চরিত্রে। এবারও ‘নয়ন রহস্য’ ছবিতে সেই একই কাস্টিং দেখা যাবে।

অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন। সেখানে সন্দীপ রায়ের সই করা নয়ন রহস্যের চিত্রনাট্য সহ নয়ন রহস্য বইটি দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এবার ফেলুদার গোয়েন্দাগিরি নয়নকে ঘিরে, আসছি আমরা।’ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হবে এই ছবি। আর ফেলুদার ছবি মানেই শীতের ছুটি। তাই এবারও তার অন্যথা হবে না বলে মনে করা হচ্ছে। গত বছর শীতের ছুটিতে ‘হামি ২’, এবং ‘প্রজাপতি’র সঙ্গে মুক্তি পেয়েছিল ‘হত্যাপুরী’। বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করেছিল এই ছবি। যদিও ইন্দ্রনীল সেনগুপ্ত ফেলুদা হওয়ায় সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল দর্শকদের। এবারও শীতেই ‘নয়ন রহস্য’ মুক্তি পেলে সেটার সঙ্গে টক্কর জমবে মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’ এবং দেবের ‘প্রধান’ ছবিটির।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

Jadavpur death case: আটক বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। এম ভারত নিউজ

বৃহস্পতিবারই স্বপ্নদীপের বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Subscribe US Now

error: Content Protected