করোনা আক্রান্ত হয়ে বেলভিউতে প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে বর্তমানে বাধ্যর্কজনিত কারণে করোনার সঙ্গে লড়াইয়ে যুঝতে পারছেন তিনি। অত্যন্ত এমটাই মনে করছেন চিকিৎসকরা। শনিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে শুরু হয়েছে প্লাজমা থেরাপি৷ এখন তার মস্তিষ্কের এমআরআই জরুরি। কিন্তু ‘এজিটেটেড’ থাকার কারণে তা সম্ভব হচ্ছে না ৷

চিকিৎসকদের কথায়, হাই-রিস্ক জোনে রয়েছেন অভিনেতা। তিনি অর্ধচেতন অবস্থায় রয়েছেন। যদিও তাঁর অক্সিজেন স্যাচুরেশন মাত্রা এখন স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে। শুক্রবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সেদিনই তাঁকে আইটিইউতে স্থানান্তরিত করা হয়৷ ৮৫ বছরের বর্ষীয়ান অভিনেতার রক্তচাপ ওঠানামা করছিল,এমনকি কমে গিয়েছিল অক্সিজেনের মাত্রাও ৷ তবে চিকিৎসক দলকে ভাবাচ্ছে, প্রবীণ অভিনেতা ক্যান্সার-প্রেশার-সুগার- সিওপিডি-র মতো একাধিক কো-মর্বিডিটি৷ তাকে এখন কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে৷