৪ সিংহের শরীরে পাওয়া গেল করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 41 Second

তামিলনাড়ুতে ৪ সিংহের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়ার চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়ায় এবার চিন্তার মুখে বনদপ্তর।তামিলনাড়ুর আরিগনার আন্না জুওলজিকাল পার্কের ৪ সিংহের শরীরে এই ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে বলে জানা যাচ্ছে।চিড়িয়াখানা সূত্রে খবর গত শুক্রবার করোনা আক্রান্ত নটি সিংহের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং আজই সেই নমুনার ফলাফলে ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে মোট ১১টি সিংহের নমুনা ভোপালের আইসিএআর- এনআইএইচএসএডি-তে পাঠানো হয়। জানা যাচ্ছে গত ২৩শে জুন মোট ১১ টি সিংহের শরীরে করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফল আশায় জানতে পারা যায় ১১টি সিংহের মধ্যে ৯ টি সিংহের শরীরেই করোনা থাবা বসিয়েছে।এরপর আরও একটি পরীক্ষা করা হলে জানা য়ায় যে, এই ৯ সিংহের মধ্যে ৪ সিংহের শরীরে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস।

উল্লেখ্য করোনাভাইরাস ইতিমধ্যে প্রাণ হারিয়েছে দু টি সিংহ। করোনা সংক্রমণে ভয়াবহতায় মানুষের পাশাপাশি পশুদের শরীরেও সংক্রমনের পরিমাণ বাড়তে থাকায় এবার শ্রীলঙ্কা সরকারের তরফ থেকে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে ইতিমধ্যেই। থর’ নামের একটি ১১ বছর বয়সী সিংহের চিকিৎসার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যেই ভারতের সিংহের পাশাপাশি হাতিদের শরীরেও করোনা সংক্রমনের পরীক্ষা চালানো হয়েছে। মূলত করোনা সংক্রমনের প্রথমদিকে জানানো হয়েছিল মানুষের শরীরে সংক্রমণ ঘটালেও পশু-শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম নয় এই ভাইরাস । তবে সেই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা প্রমান করে এবার একের পর এক পশু শরীরে সংক্রমণ ঘটাচ্ছে এই ভাইরাস। আর তাই নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে সমস্ত দেশের বনদপ্তর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শেষকৃত্যে জাতীয় সম্মান ফ্লাইং শিখকে । এম ভারত নিউজ

গতকাল রাত্রেই না ফেরার দেশে চলে গেছেন ভারতের অন্যতম কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং। আর আজ তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে ভারতের জাতীয় সম্মানে চিরবিদায় দেওয়া হল ফ্লাইং শিখকে। আজ বিকালে চণ্ডীগড়ে মিলখা সিংয়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন দেশের ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু ও পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিংহ বাদল ও হরিয়ানা ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংহ। […]

You May Like

Subscribe US Now

error: Content Protected