পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ও এই ভোটের উত্তাপ ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে। এমতাবস্থায় শিশির অধিকারীকে নিয়ে নানান ধরনের গুঞ্জন শোনা গেল বিজেপির অন্দরমহলে।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী গেরুয়া শিবির শিশিরকে একটি সম্মানজনক পদ দিতে চাইছে, যা তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের পরিপন্থী। এমতাবস্থায় তাঁকে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের যেকোনো একটি রাজ্যের রাজ্যপাল করার কথা উঠে আসছে বিভিন্ন মহলে। শিশির অধিকারীর বয়স অনেকটা বাড়লেও কর্মক্ষমতা তাঁর কম হয়নি। এছাড়াও, শিশির অধিকারী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেও কাঁথি লোকসভা কেন্দ্রটির সাংসদ পদ থেকে তিনি এখনো ইস্তফা দেননি। ফলে এই বিধানসভা আসনটি এখনও আনুষ্ঠানিকভাবে তৃণমূলের হাতে রয়ে গিয়েছে। এই আসনটিকে আনুষ্ঠানিকভাবে বিজেপি নিজের করে নিতে চায়, সেই উদ্দেশ্যেই শিশির অধিকারীকে রাজ্যপাল করা হতে পারে বলে সূত্রের খবর। বিজেপির এক কেন্দ্রীয় নেতার মতে, “ওঁর বয়স হয়েছে। এই অবস্থায় ওঁকে আর কোনও রাজনৈতিক বিড়ম্বনায় পড়তে হোক, সেটা আমরা চাই না। এমন প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিক যে রাজ্যের রাজ্যপাল হবেন, সেই রাজ্যই তাঁর প্রজ্ঞা থেকে লাভবান হবে। আমরা সেই পথেই এগোচ্ছি।”
স্বভাবতই এরপরে এটাই দেখার বিষয় হতে চলেছে যে, এই জল্পনা শেষ অব্দি কতটা বাস্তবে রূপান্তরিত হয়, এবং প্রকৃতপক্ষে বিজেপি কাঁথি লোকসভা আসনটিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অন্তর্গত করে নিতে কতটা সক্ষম হয়।