নিজের মেইল আইডি প্রকাশ করে কি বলতে চাইলেন শুভেন্দু ? এম ভারত নিউজ

admin

“ছবি তুলে ইমেলে করুন। আপনাদের অভিযোগ সঠিক স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার”।

0 0
Read Time:3 Minute, 50 Second

সাধারন মানুষের সামনে নিজের ইমেল আইডি প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে কোনো রকম অনিয়ম চোখে পড়লেই যেন তাকে তৎক্ষনাৎ জানানো হয় সে ব্যাপারে নিজের ইমেল আইডি জনগণকে দিয়ে আর্জি জানালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পোস্টে তিনি লিখেছেন,”প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার খাতে বাংলার জন্য যে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, সে ব্যাপারে আমি মাননীয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী শ্রী গিরিরাজ সিং জি ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করার জন্য।‘’ তিনি আরও বলেন যে, কেন্দ্রীয় সরকারের ঐকান্তিক প্রচেষ্টা এবং অর্থ সাহায্যর ফলে প্রচুর গ্রামীণ রাস্তা ইতিমধ্যে এ রাজ্যে তৈরি হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় পশ্চিমবঙ্গে প্রায় ৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হবে বলে আশা করা যাচ্ছে। মোট ৫ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হবে এই রাস্তা বানাতে। তবে এর জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্য সরকারকে বেশ কিছু শর্ত দিয়েছে। এগুলি হল, রাস্তার দুই ধারে প্রকল্পের সঠিক নাম এবং লোগো সমেত সাইন বোর্ড দিতে হবে। পাশাপাশি রাস্তার উদ্বোধন করাতে হবে স্থানীয় সাংসদকে দিয়ে । ভবিষ্যতে যে রাস্তা নির্মাণ হবে স্থানীয় সাংসদের মতামত নিয়েই সেটির প্ল্যান করতে হবে। এছাড়াও এইসব শর্তের মধ্যে সড়ক নির্মাণের সময় যাত্রী সুরক্ষা, বৃক্ষ রোপণ এবং অন্যান্য কয়েকটি নির্দেশিকাও রয়েছে।

রাস্তা নির্মাণের শর্ত না মানার এমনই একটি উদাহরণ দিয়ে শুভেন্দু জানান, ‘’দিন কয়েক আগেই তমলুকের রাজাবল্লভপুর থেকে মিলন নগর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, তার পাশে আগে যে সাইন বোর্ড ছিল তাতে নাম লেখা ছিল “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা”। এখন আচমকা সাইন বোর্ড পরিবর্তন করে নাম লেখা হয়েছে “বাংলা গ্রামীণ সড়ক যোজনা”। আমার বিশ্বাস এইরকম উদাহরণ সারা রাজ্য জুরে ভুরি ভুরি রয়েছে। তাই আমার ইমেল আইডি প্রকাশ করছি: adhikarisuvenduwb1@gmail.com। এবার থেকে বাংলার সচেতন জনগণ নজরদারি করুন এই “স্টিকার” সরকারের ওপর। যখন এই ধরনের জালিয়াতি চোখে পড়বে, ছবি তুলে ও বিবরণ সহ আমাকে ইমেলে করুন। কথা দিচ্ছি, আপনাদের অভিযোগ সঠিক স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার”।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় চমক! অটলবিহারী বাজপেয়ীর বায়োপিকে কোন নায়ক ? এম ভারত নিউজ

আগামী বছর ২০২৩ সালে অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকীতে মুক্তি পাবে ছবিটি।

Subscribe US Now

error: Content Protected