সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ৩ গরু পাচারকারী। এম ভারত নিউজ

admin

সাতসকালে উত্তেজনা ছড়াল কোচবিহার সীমান্তে। শুক্রবার সকালে কোচবিহারে সাতভাণ্ডারী সীমান্তে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনের উপর গুলি চালায় বিএসএফ। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের। সূত্রের খবর, মৃতদের মধ্যে ২ জন বাংলাদেশী ও একজন ভারতীয় নাগরিক। ইতিমধ্যেই অকুস্থলে পৌঁছেছে সিতাই থানার পুলিশ। বিএসএফ সূত্রে খবর

0 0
Read Time:1 Minute, 48 Second

সাতসকালে উত্তেজনা ছড়াল কোচবিহার সীমান্তে। শুক্রবার সকালে কোচবিহারে সাতভাণ্ডারী সীমান্তে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনের উপর গুলি চালায় বিএসএফ। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের। সূত্রের খবর, মৃতদের মধ্যে ২ জন বাংলাদেশী ও একজন ভারতীয় নাগরিক। ইতিমধ্যেই অকুস্থলে পৌঁছেছে সিতাই থানার পুলিশ। বিএসএফ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে কোচবিহারের সিতাই থানা এলাকার অন্তগর্ত সাতভাণ্ডারী সীমান্তে গরু পাচারের চেষ্টা করছিলেন বেশ কয়েকজন। জানা গিয়েছে, কাঁটাতারের বেড়া পর্যন্ত গরু পৌঁছে দিচ্ছিলেন এক ভারতীয় নাগরিক।

এই গোটা ঘটনাটি নজরে পড়তেই গরুপাচারে বাধা দেন ওই সীমান্তে কর্মরত জওয়ানরা। তাঁদের অভিযোগ, সেই সময় তাঁদেরকে লক্ষ্য করে ক্রমাগত ইট ছুঁড়তে থাকে ওই গরু পাচারকারীরদল। যার জেরে বাধ্য হয়েই পাল্টা গুলি চালায় বিএসএফ বাহিনী। আর সেই গুলিতেই প্রাণ গিয়েছে ৩ জনের। মৃত ভারতীয় নাগরিকের দেহটি কাঁটাতারের এপারে অর্থাৎ সিতাইয়ে পড়ে রয়েছে বলেই জানা গিয়েছে। যদিও কাঁটাতারের পাশেই তবে মৃত দুই বাংলাদেশীর দেহ রয়েছে বাংলাদেশের ভূখণ্ডে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তথাগত রায়ের কটাক্ষে কান দিতে নারাজ দিলীপ। এম ভারত নিউজ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে নারদ প্রসঙ্গে মুখ খোলায় ইতিমধ্যেই হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক টুইট করেই চলেছেন বিজেপির অন্যতম প্রবীণ নেতা তথাগত রায়। এমনকি তাঁর নিশানা থেকে বাদ যায়নি বিজেপিতে যোগদানকারী টলি পাড়ার নায়িকারাও। তাঁদের 'নটি' বলেও আক্রমণ করেছেন তিনি।

Subscribe US Now

error: Content Protected