0
0
Read Time:1 Minute, 14 Second
বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করতে বড়ভাই
মুকুলদাকে দরকার। রবিবার ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধনে এসে বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মেট্রো স্টেশনের উদ্বোধনী মঞ্চ থেকে মুকুল রায়কে একুশের বিধানসভা নির্বাচনের ‘প্রধান মুখ’ হিসেবে তুলে ধরলেন বিজেপি নেতৃত্ব।
তিনি বলেন, বাংলায় তৃণমূল কিছু করলে সাধু আর বিজেপি করলে কেস দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেন, ভারতী ঘোষ যখন আইপিএস ছিলেন, তখন মমতার মেয়ের মতো ছিলেন। এখন ভারতী মমতার শাশুড়ির মতো।” ২০২১ নির্বাচনে এই বাংলায় বিজেপি সরকার গড়বে বলে হুঁশিয়ারি দেন কৈলাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরবিন্দ মেননও। নতুন কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকেও।