আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে নির্দিষ্ট সময়ের আগে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। আদালতের তরফ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল স্টাফ সিলেকশন কমিশনকে। আর সেই বিষয়ে মহামান্য আদালতকে গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়ে নির্দিষ্ট সময়ের আগেই তালিকা প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন।গত কয়েক বছরে স্টাফ সিলেকশন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন দফায় অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মামলাও করা হয়েছে এসএসসির বিরুদ্ধে। দীর্ঘদিনের জন্য আটকে যায় সমস্ত নিয়োগ প্রক্রিয়া। পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই প্রক্রিয়া পুনরায় চালু করা হলেও তা বেনিয়মের কারণে ফের আটকে যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে প্রকাশিত তালিকায় কম নাম্বার প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউতে ডাকা হয়েছে । আর সেই কারণেই ২ মেধা ছাত্র-ছাত্রী আদালতের দ্বারস্থ হয়ে এর ন্যায় বিচার চেয়ে ছিলেন। সেই কারণেই আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। জানানো হয়েছিল, আগামী সাত দিনের মধ্যেই প্রকাশ করতে হবে তালিকা। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.westbengalssc.com তে আজ ১২ টার সময় প্রকাশ করা হয় ইন্টারভিউ তালিকা।