দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী পড়ুয়াদের জন্য মাতৃভাষায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ করে দেয়ার জন্য কেন্দ্রীয় সরকার শুরু করতে চলেছেন পাইলট প্রজেক্ট, যেখানে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ানোর ব্যবস্থা করা হবে প্রথমে হিন্দিতে। এই পর্বে সাফল্য অর্জন করলে দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা সুযোগ পাবে তাদের মাতৃ ভাষায়ে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ার ।

বিষয়টি কী ভাবে পরিচালনা করা হবে, তা নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকরা সম্প্রতি একটি বৈঠক করেন বলে জানা গেছে, যেখানে স্থির হয়েছে যে নতুন বছরের শিক্ষাবর্ষে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক ভাবে শুরু করা হবে হিন্দিতে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ানোর ট্রায়াল। সেই পর্ব সফল হলে দেশের অন্য প্রান্তেও একই পদ্ধতি অনুসরণ ্করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেখানে হিন্দির পাশাপাশি অন্যান্য স্থানীয় ভাষাতেও ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ থাকবে৷

এই অভাবনীয় পরিকল্পনার বাস্তবায়নের জন্য দীর্ঘদিন আগে থেকেই উদ্যোগী হয়েছিল আরএসএস বা সঙ্ঘ পরিবার। প্রাথমিক স্তর থেকেই মাতৃভাষায় পড়াশুনো করার পরে যাতে সর্বভারতীয় পরীক্ষায় বসে মেধাবী পড়ুয়াদের কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, তা নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন দেখার বিষয় এই, যে এই ট্রায়াল পর্ব কতটা সফল হয়।