একুশের নির্বাচনে শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

মেদিনীপুরের জনসভা থেকে তৃণমূলকে তুলোধনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। আর তার ঠিক পরেই বিজেপিকে জবাব দিতে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই একযোগে বিজেপি ও অধিকারীদের আক্রমণ করেন কল্যাণ। প্রথমেই তিনি চ্যালেঞ্জ করেন, ভাইপো না বলে ক্ষমতা থাকলে নাম বলুক বিজেপি। কল্যাণ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে আগ্রহী নন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছে বাংলার মানুষ।’

এদিন পরিবারতন্ত্র ইস্যুতে অমিত শাহকে আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, ‘কার নির্দেশে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আপনার ছেলেকে বিসিসিআই-এর সেক্রেটারি করতে হল?’ এরপরই কাঁথির অধিকারীদের আক্রমণ করে তিনি বলেন, ‘ওরা কারা যারা পরিবারতন্ত্রের ব্যাপারে কথা বলছেন। অধিকারীতন্ত্রের ব্যাপারে কিছু বলবেন কি অমিত শাহজি?’ কল্যাণের প্রশ্ন, অধিকারী পরিবারতন্ত্রের কি বিশ্বাসযোগ্যতা রয়েছে? আপনারা পরিবারতন্ত্রের কথা বলছেন কই আপনি অধিকারী বাড়ির পরিবারের কথা তো বললেন না”।

একইসঙ্গে একুশের নির্বাচনের জন্যও শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়েছেন কল্যাণ। তিনি বলেন, ‘২০২১ এর নির্বাচনে নন্দীগ্রাম থেকেই নির্বাচনে লড়ুন শুভেন্দু। আসন বদলাবেন না। দেখাবো লড়াই কাকে বলে’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কালীঘাটের অবস্থা 'শোলে' সিনেমার আসরানীর মত: সায়ন্তন । এম ভারত নিউজ

আমাদের শক্তি ছিল শক্তি আছে শক্তি আরো বাড়ছে। শনিবার সল্টলেকের বৈশাখীতে বিজেপির একটি পথ সভাতে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, কালীঘাটের অবস্থা এখন তাই হয়েছে শোলে সিনেমার আসরানীর মত। তাঁর কথায়, “আধা ইধার যাও আধা উধার যাও, […]

Subscribe US Now

error: Content Protected