মেদিনীপুরের জনসভা থেকে তৃণমূলকে তুলোধনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। আর তার ঠিক পরেই বিজেপিকে জবাব দিতে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই একযোগে বিজেপি ও অধিকারীদের আক্রমণ করেন কল্যাণ। প্রথমেই তিনি চ্যালেঞ্জ করেন, ভাইপো না বলে ক্ষমতা থাকলে নাম বলুক বিজেপি। কল্যাণ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে আগ্রহী নন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছে বাংলার মানুষ।’
এদিন পরিবারতন্ত্র ইস্যুতে অমিত শাহকে আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, ‘কার নির্দেশে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আপনার ছেলেকে বিসিসিআই-এর সেক্রেটারি করতে হল?’ এরপরই কাঁথির অধিকারীদের আক্রমণ করে তিনি বলেন, ‘ওরা কারা যারা পরিবারতন্ত্রের ব্যাপারে কথা বলছেন। অধিকারীতন্ত্রের ব্যাপারে কিছু বলবেন কি অমিত শাহজি?’ কল্যাণের প্রশ্ন, অধিকারী পরিবারতন্ত্রের কি বিশ্বাসযোগ্যতা রয়েছে? আপনারা পরিবারতন্ত্রের কথা বলছেন কই আপনি অধিকারী বাড়ির পরিবারের কথা তো বললেন না”।
একইসঙ্গে একুশের নির্বাচনের জন্যও শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়েছেন কল্যাণ। তিনি বলেন, ‘২০২১ এর নির্বাচনে নন্দীগ্রাম থেকেই নির্বাচনে লড়ুন শুভেন্দু। আসন বদলাবেন না। দেখাবো লড়াই কাকে বলে’।