রাজ্য-রাজ্যপাল সংঘাতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। এবার আর অস্থায়ী উপাচার্য নয়, স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করবে আদালত। যে কমিটি রাজ্যপাল, রাজ্য এবং ইউজিসির প্রস্তাবিত ব্যক্তিদের নিয়ে গঠন করা হবে। ৭ দিনের মধ্যেই নাম পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে থেকে নাম বাছাই করে নেবে আদালত। এর আগে রাজ্যপালের বিরুদ্ধে একতরফা উপাচার্য নিয়োগের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। এই মর্মে আজ শুক্রবার শুনানির সময়ে আরও অভিযোগ টেনে আনা হয় রাজ্য সরকারি পক্ষের আইনজীবীর তরফে, তাঁর দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ সত্বেও রাজ্যপাল আলোচনায় বসতে চাননি আর এতে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যপালের আইনজীবীকে।

সমস্ত কিছু শোনার পরই আদালতের পক্ষ থেকে জানানো হয়, “আপনাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। ব্যক্তিগত সম্মান বা ইগো ভুলে যান। আমাদের উদ্বেগের বিষয় শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রীরা। আপনি সহযোগিতা না করলে সমস্যার জট কাটবে না।” এরপর সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আর একতরফা উপাচার্য নিয়োগ করা যাবে না। সুপ্রিম কোর্টের তরফে গঠন করে দেওয়া হবে সার্চ কমিটি। তিনটি আলাদা প্যানেল থেকে একটি সার্চ কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করবে এই কমিটি।