জেল হেফাজতের নির্দেশ বাংলা এবং হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রূপাকে । উল্লেখ্য গত শনিবারই পুলিশ পকেটমারির অভিযোগে এই মহিলাকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে গ্রেফতার করেছে । জানা যায়, শনিবার রাতে বইমেলায় পুলিশের চোখে পড়ে, এক মহিলা একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। এমন ঘটনা দেখে সন্দেহ হলে ওই মহিলাকে আটকান তাঁরা। কেন তিনি ব্যাগ ফেলে চলে যাচ্ছেন, তা জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি রূপা। এরপরই মহিলার ব্যাগ খুলে তল্লাশি চালানো হলে দেখা যায়, তাঁর ব্যাগে একাধিক মানিব্যাগ রয়েছে। প্রচুর টাকাও থাকতে দেখা যায়। তখন জিজ্ঞাসাবাদের জন্য ওই মহিলাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হলে জেরার মুখে ভেঙে পড়েন তিনি। সেখানেই তাঁর নাম এবং সম্পূর্ণ পরিচয় জানা যায় । সূত্রের খবর, তাঁর কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয়েছে যদিও তা কোথা থেকে এল সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি । তবে পকেটমারির অভিযোগ স্বীকার করে নিয়েছেন এই অভিনেত্রী । এমনকি তিনি এও জানিয়েছেন যে, এর আগেও তিনি জন সমাগমে পকেটমারির কাজ করেছেন । এরপর আজ রবিবার তাঁকে আদালতে পেশ করা হলে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই অভিনেত্রীকেই গত ২০২০ সালে ফের একবার শিরোনামে পাওয়া গিয়েছিল । সেই সময় রূপা বলিউডের নামকরা ফিল্ম মেকার অনুরাগ কাশ্যপের উপর যৌন হেনস্থার অভিযোগ আনেন । তিনি জানান, তাঁকে নাকি কুরুচিকর মেসেজ পাঠান অনুরাগ । এরপর মেসেজের একটি স্ক্রিন শট তুলে তাতে ‘হ্যাসট্যাগ অ্যারেস্ট অনুরাগ কাশ্যপ’ লিখে ট্যুইটও করেন তিনি । সেই ঘটনার দীর্ঘ প্রায় দু-বছর পরে আরও একবার খবরের শিরোনামে এলেন অভিনেত্রী রূপা দত্ত ।
অনুরাগের উপর যৌন হেনস্থার অভিযোগ আনা রূপাই এখন চুরির দায়ে জেলে । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 45 Second