ফের বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 5 Second

ফের বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপি বিধায়ক। জানা যাচ্ছে , মুকুলের পথ ধরেই তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। জানা যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরেই আজ তৃণমূলে যোগদান করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ২০২১ এ বিপুল ভোটে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখেছিল বিজেপি। বলেছিলেন ২০০ আসনে জয়লাভ করবে তাঁরা। তবে তাঁদের এই হুংকার টিকলোনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। বঙ্গ বিধানসভা নির্বাচনে ঘরের মেয়েকে কাছের মানুষ হিসেবে বেছে নিয়েছিলেন বাংলার মানুষেরা । ডবল ইঞ্জিন সরকার গঠনের স্বপ্ন অধরাই থেকে গেল ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন পায় বিজেপি।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বিধায়কের পদ ছেড়েছেন দুজন। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে সাংসদ পদ পাওয়ার পরই বিধায়কের পদ ছাড়েন নিশিথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। ওদিকে দলের ওপর রুষ্ট হয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন মুকুল রায় এবং তাঁর পুত্র শুভ্রাংশু রায়। এই সংখ্যা বাড়িয়ে তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। সেক্ষেত্রে বিজেপির বিধায়কের সংখ্যা কমতে শুরু করেছে ইতিমধ্যেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তালিবান মুখপাত্রের সঙ্গে সাক্ষাৎকার, দেশ ছাড়লেন মহিলা সঞ্চালক । এম ভারত নিউজ

গত কয়েক মাস থেকেই গোটা আফগানিস্তান জুড়ে চলছে ভয়ংকর তালিবানি শাসন। তার ওপর পৃথিবীর অন্যতম বৃহৎ জঙ্গি গোষ্ঠীর দাপটেও ভয়ে সিটিয়ে রয়েছেন আফগানবাসী। বিশেষত মহিলাদের নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে সেদেশে। তালিবানরা প্রথম থেকেই মেয়েদের উপরে জারি করেছে একাধিক নিয়ম। সম্প্রতি টিভিতে দেখা যাচ্ছে Behestha Arghand নামে এক মহিলা সঞ্চালক […]

You May Like

Subscribe US Now

error: Content Protected